প্রকাশিত: Tue, Apr 25, 2023 5:16 PM
আপডেট: Thu, May 15, 2025 3:08 AM

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা জো বাইডেনের

মসুল হক বসুনিয়া: যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। দি গার্ডিয়ান

এ সময় প্রেসিডেন্ট জো বাইডেন যে কাজ শুরু করেছেন, তা শেষ করতে যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।  

মঙ্গলবারের প্রথম দিকে প্রেসিডেন্ট বাইডেন আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের প্রেসিডেন্ট দৌড়ে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

গত সপ্তাহে আয়ারল্যান্ড সফরের সময় জানান, সপ্তাহান্তে ক্যাম্প ডেভিডে কাটাবেন তিনি এবং তার পরিবারের সদস্য ও  উপদেষ্টারা তার সাথে আলোচনায় যোগ দেবেন। নিউইয়র্ক টাইমস সোমবার জানায়, বাইডেনের একটি প্রিয় কবিতা, যা তিনি প্রায়শই উদ্ধৃত করেন, ‘ইতিহাস এবং আশার ছড়া’ সম্পাদনার কাজ শেষ করে উপস্থিতদের পড়ে শোনান।

যদিও বাইডেন আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদে তার প্রার্থিতা ঘোষণা করেছেন তথাপিও ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক ঘোষণা দেন নি। তবে তার বয়স বিবেচনায় বাইডেনের পুনরায় নির্বাচন করা উচিত কিনা তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে অনেক আপত্তি আছে। সম্পাদনা: ইমরুল শাহেদ